অমানসিক কাজের চাপের জেরে বাড়িতে নয়, বিমানের ককপিটেই ঘুমিয়ে পড়েন ভারতের অধিকাং শ পাইলটরা।
ককপিটে বসলেই দুচোখে নেমে আসে ক্লান্তি আর ক্লান্তি।
বিমান চালাতে চালাতেই ঢুলুনি আসে ৯০ থেকে ৯৫ শতাংশ পাইলটের।
সমীক্ষা বলছে, ৫৪ শতাংশের ঘুমিয়ে পরেন বিমানচালকরা।
আর বাকি ৪১ শতাংশ চোখে তীব্র ঘুম নিয়েই দূরদূরান্তে পাড়ি দেন।
ককপিটে বসে বসে ঘন ঘন ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে ৬৬ শতাংশ পাইলটের।