‘চিট মিল’-এ আটার তৈরি পিৎজা বানিয়ে নিন।

সেদ্ধ ছোলা, পুদিনা, শসা, টমেটো, লেবুর রস দিয়ে চাট বানিয়ে নিতে পারেন।

মাল্টিগ্রেন পাউরুটি, পনিরের টিক্কা, মেয়োনিজ ও সবজি দিয়ে বার্গার খান।

পালং শাক ও চিজ দিয়ে তৈরি  আটার পাস্তা খেতে পারেন।

‘চিট মিল’-এ ওটসের প্যানকেক বানিয়ে খান।

‘চিট মিল’-এ ইডলি, ধোসার মতো দক্ষিণ ভারতের খাবার খেতে পারেন।

ডেজার্টে ফলের তৈরি সরবেট কিংবা ডার্ক চকোলেট খেতে পারেন।