বেড়াতে যাওয়ার প্রথম কাজ হল ডেস্টিনেশন বাছাই।
পাহাড়ে গেলে আবহাওয়ার কথা মাথায় রেখে প্যাকিং করুন।
শীতের মরশুম, জ্বর, সর্দি, কাশির সমস্যা এড়াতে গরম পোশাক অবশ্যই রাখুন।
শীতের পোশাকে ব্যাগ ভর্তি হবেই, তাই সেই অনুযায়ী ল্যাগেজ বোঝাই করুন।
বেড়াতে গিয়ে সাবধান থাকুন। হাতের কাছে ফার্স্ট-এড রাখুন।
স্নিকার্সের মতো জুতো ব্যবহার করুন। এক জোড়া মোজা বেশি নেবেন।
বেড়াতে গিয়ে শরীরকে গরম রাখতে গরম জল পান করুন।