মাত্রাতিরিক্ত রেড ওয়াইন খেলে বাড়তে পারে মাথার যন্ত্রণা।

চিজে টাইরামিন রয়েছে যা রক্তনালীগুলিকে সংকুচিত করে ও মাথাব্যথা হয়।

চকোলেটে ক্যাফেইন ও টাইরামিন রয়েছে যা মাথা যন্ত্রণার কারণ হতে পারে।

দুধে সমস্যা থাকলে এটি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।

সাইট্রাস ফলে অনেক সময় মাথার যন্ত্রণা হয়।

চিনি-যুক্ত খাবারে ডোপামিন হরমোনের মাত্রা কমে যায়, যার ফলে মাথাব্যথা হয়।

এছাড়াও বেশ কিছু সবজি, প্রক্রিয়াজাত মাংস ও মাছ খেলে মাথার যন্ত্রণা হতে পারে।