বিশ্বজুড়ে এমন বেশ কিছু খাবার খাওয়া হয়, যার মধ্যে রয়েছে বিষ।

ভুলভাবে রান্না করা হলে এসব খাবার খেয়ে মানুষের মৃত্যু অবধি হতে পারে।

জাপানে অত্যন্ত জনপ্রিয় ফুগু বা পাফারফিস মাছ অত্যন্ত বিষাক্ত।

জামাইকার জাতীয় ফল আক্কি ভুলভাবে খেয়ে ফেললে মৃত্যু অবধি হতে পারে।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় খাবার সানাকজি ভালভাবে রান্না করতে হয়। এই খাবারও বিষাক্ত।

হাঙরের মাংস হকারল গ্রিনল্যান্ডে পাওয়া যায়। এটাও খাওয়ার সময় সাবধান থাকতে হয়।

আলুর প্রজাতি কাসাভা। এটি সঠিক পদ্ধতি না খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে।

রুবার্ব হল এক ধরনের শাক। এটাও মানুষের শরীরে বিষক্রিয়া তৈরি করতে পারে।

কাজু স্বাস্থ্যের জন্য ভাল। কিন্তু কাঁচা অবস্থায় কাজু মোটেই ভাল নয়।