হেঁচকি বন্ধ করতে আপনি বরফ দিয়ে ঠান্ডা জল পান করতে পারেন।

হেঁচকি উঠলে গরম জলে এলাচ গুঁড়ো মিশিয়ে পান করুন।

চিনি খেলে হেঁচকি কমে পারে।

এছাড়াও আপনি এক চামচ মধু কিংবা পিনাট বাটার খেতে পারেন।

খাওয়ার বদলে গোলমরিচ গুঁড়ো শুকে নিন। হেঁচকি বন্ধ হয়ে যাবে।

হেঁচকি উঠলে এক চামচ টক দই খেয়ে নিতে পারেন।

আদা খেলেও বন্ধ হয়ে যেতে পারে হেঁচকি ওঠা।