খাওয়ার পাশাপাশি মুখেও টক দই মেখে নিন। ত্বক নিয়ে আর কোনও অভিযোগ থাকবে না।
ত্বককে হাইড্রেটেড রেখে একাধিক ত্বকের সমস্যা নির্মূল করে দেবে টক দই।
টক দই আপনার ব্রণর সমস্যাকে দু'দিনে দূর করে দেবে।
পাশাপাশি টক দই মাখলে আপনার গ্রীষ্মে পড়া ট্যানও উধাও হয়ে যাবে।
ত্বক সংবেদনশীল হলেও আপনি নির্ভাবনায় টক দই মাখতে পারেন।
টক দই মাখলে ত্বকের জ্বালাভাব, লালচে ভাব কমে যাবে।
টক দইয়ের গুণে আপনার ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে।
এমনকী এগজিমার মতো ত্বকের সমস্যাও কমে যাবে।
চটজলদি বার্ধক্যও আসবে না আপনার ত্বকে। তাই বন্ধুত্ব করুন টক দইয়ের সঙ্গে।