ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন হিন্দিতে টুইট করেছেন ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে
ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলার শুভেচ্ছাবার্তায় বলেন, "৭৫ নট আউট গোয়িং স্ট্রং। আমি ভারতে যাওয়া সব সময় উপভোগ করি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিয়া"
প্রাক্তন প্রোটিয়া সুপারস্টার এবিডিও ভারতের ৭৫ বছর স্বাধীনতার পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন
কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন সকল ভারতীয়দের, বিশেষ করে ক্রিকেটে অনুরাগীদের ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন
জনি বেয়ারস্টোর কথায়, যে সকল দেশে তিনি ক্রিকেট খেলা পছন্দ করেন, তার অন্যতম ভারত। স্টেডিয়াম, সমর্থন, সমর্থকদের উত্তেজনা সবটাই উপভোগ করেন তিনি
ফাফ দু'প্লেসি বলেন, "প্লেয়ার হিসেবে আমরা ভারতে যে ভালোবাসা পাই, তা অসাধারণ। মাঠের প্রতিটা মুহূর্তকে আপনারা অবিস্মরণীয় করে তোলেন"
কাগিসো রাবাডা বলেন, "আমি কখনও ভাবিনি দক্ষিণ আফ্রিকার বাইরে এতটা ভালোবাসা অনুভব করতে পারি। কিন্তু ভারত প্রতিবারই আমাকে সেটা দেয়। ভারতের সকল প্রিয় ক্রিকেট ভক্তদের জানাই ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।"