দুধের মত ফর্সাভাব পেতে করিনার স্কিন রুটিন মেনে চলুন
ব্রণ থেকে মুক্তি পেতে ও উজ্জ্বলতা বাড়াতে ঘরের তৈরি প্রাকৃতিক ফেস মাস্ক যেমন চন্দন, ভিটামিন ই অয়েল ও হলুদ গুঁড়ো দিয়ে প্যাক ব্যবহার করুন।
ত্বক ও চুলের যত্নের জন্য আমন্ড অয়েলের গুণাবলী মা ববিতা থেকে পাওয়া বিউটি টিপস অনুসরণ করেন বেবো।
মাথার ত্বকের ক্ষতি থেকে বাঁচতে নারকেল তেল, আমন্ড তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল প্রয়োগ করতে পারেন।
ত্বক ও চুলের জন্য সবুজ সবজি ও স্যালাদ রাখুন ডায়েটে।
ত্বকের পরিচর্চার জন্য নারকেল জল ও প্রচুর পরিমাণে জল পান করুন।