কিংবদন্তি সচিন তেন্ডুলকরের যে ৮ আন্তর্জাতিক রেকর্ড এখনও ভাঙতে পারেননি বিরাট-স্মিথরা, জানেন সেগুলি কী?

সবচেয়ে বেশি ওডিআই ম্যাচে খেলার রেকর্ড (৪৬৩টি) রয়েছে সচিনের নামে।

ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান রয়েছে মাস্টার ব্লাস্টারের দখলে (১৮,৪২৬ রান)।

২৫ বছর ধরে সচিনের যে রেকর্ড ভাঙতে পারেননি কেউ, সেটি হল ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান (৪৯) করার কীর্তি।

কিংবদন্তি সচিন দেশের হয়ে মোট ২০০টি টেস্টে খেলেছিলেন

অবসর নেওয়ার ১০ বছর পরও টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান রয়েছে সচিনের দখলে (১৫,৯২১)।

সচিন মোট ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন। যার মধ্যে টেস্টে ৫১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। 

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪,৩৫৭ রান রয়েছে সচিনের নামে।