দেবতাদের মধ্যে গণপতি অন্যতম পূজনীয়। গণেশ পুজো শুভর প্রতীক হিসেবে বিবেচিত হয়।
পুনের আটটি সর্বজনীন গণেশ পুজো কমিটি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে।
এবার জম্মু ও কাশ্মীরেও গণেশ উত্সব! কোথায় কোথায়?
তাদের সিদ্ধান্ত অনুযায়ী জম্ম ও কাশ্মীরের ৮টি ভিন্ন ভিন্ন জায়গায় সর্বজনীন গণেশ পুজোর আয়োজন করা হয়েছে।
শ্রীনগরের লাল চক, পুলওয়ামা, কুপওয়ারা, বারামুল্লা, অনন্তনাগ, খুরহান, শোপিয়ান-এই আটটি জায়গায় ধুমধমা করে পালন করা হয়েছে গণেশ পুজো।
গণেশোৎসব সমিতির কর্মীদেরও ৩-৪ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধা রয়েছে।