অক্ষয় কুমারের এই বছর এখন পর্যন্ত ভাল যাচ্ছে না।
বচ্চন পাণ্ডে থেকে রক্ষা বন্ধন-একের পর এক ছবি ফ্লপ।
এর মাঝে আবার তাঁর দেওয়ালিতে মুক্তি প্রাপ্ত ছবি রাম সেতু নিয়ে পেয়েছেন আইনি নোটিশ।
তবে এই সবের মাঝে কয়েকদিন আগে মুম্বইয়ের স্টুডিয়োতে একসঙ্গে শুটিং করতে দেখা যায় রাজকুমার হিরানি এবং অক্ষয় কুমারকে।
রাজকুমার এথন ব্যস্ত শাহরুখ খানের সঙ্গে ডানকি ছবিরে শুটিংয়ে।
হঠাৎ তাঁর মাঝে অক্ষয় কী করছেন? শাহরুখের ছবিতে কি তিনি রয়েছেন? নাকি রাজকুমার নতুন ছবির শুট করছেন অক্ষয়ের সঙ্গে?
সব প্রশ্নের একটা উত্তর, রাজকুমার এবং অক্ষয় একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন। সূত্রের খবর খুব মজা দুইজনে কাজ করছেন। এই সখ্যতায় আগামী দিনে হয়তো একসঙ্গে কাজও করতে পারেন তাঁরা।