মুম্বই ফ্ল্যাটে বাগান বানানো খুব সহজ নয়। তার মধ্যেই বেশ কয়েকজন সেলিব্রিটি তাঁদের ব্যালকনিতেই তৈরি করে বাগান। ফুল-ফল-সব্জি, হার্বস ফলান। সইফ-করিনার বাড়ির ব্যলকনির বাগানে রয়েছে আধুনিকতার ছোঁয়া।

অনুষ্কা শর্মা নিজের হাতে নিয়মিত তাঁর বাগানের পরিচর্যা করেন।

অক্ষয়-টুইঙ্কেলের বাড়ির বাগান দেখে মুগ্ধ হবেন যে কেউ। গাছের পাশাপাশি টেবিল-চেয়ার, দোলনা কী নেই সেখানে।

আর মাধবনের বাড়ি বাগানে একেবারে সব্জির খেত রয়েছে।

জুহি চাওলার বাড়িতে যথেষ্ট জায়গা রয়েছে বাগান করার। ফলে বড় গাছের সঙ্গে একেবারে সব্জি খেত করেছেন তিনি।

জোয়া আখতারের বাড়িতেও বেশ বড় বাগান রয়েছে। যেখানে রীতিমতো বসার জায়গা আছে।

টেরাকোটার টবে নানা ধরনের গাছে ভরা টাইগার শ্রফের ব্যালকনির বাগান।