গরমের দিন আসছে। তাপমাত্রার সঙ্গে বাড়তে চলেছে ত্বকের সমস্যাও। এখন থেকে নিজের খেয়াল রাখুন।

গরমের মধ্যে ত্বকের যত্ন নিতে গেলে ত্বককে হাইড্রেটেড রাখা জরুরি।

জল, ডাবের জল, মরশুমি ফল খেয়ে আপনি শরীর ও ত্বককে তরতাজা রাখতে পারেন।

আর তার সঙ্গে ব্যবহার করতে পারেন শসার ফেসপ্যাক। এতেও ত্বক থাকবে হাইড্রেটেড।

অ্যালোভেরার পাতা থেকে নির্যাস বের করে নিন। তারপর সেটা শসার সঙ্গে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিন।

মুখ পরিষ্কার করে নিন। তারপর শসা ও অ্যালোভেরা পেস্ট মুখে লাগিয়ে নিন।

২০ মিনিট পর মুখ ধুয়ে নিলেই আপনি পেয়ে যাবেন তরতাজা স্কিন।