কোমল ও আর্দ্র ত্বকের জন্য এক চিমটি কেশরই যথেষ্ট!

ত্বকের তারুণ্যতা ধরে রাখা, ত্বক উজ্জ্বল ও ময়েশ্চারাইজড করতে কেশরের গুণ রয়েছে।

নিখুঁত ও দাগমুক্ত ত্বকের জন্য সবচেয়ে বেশি যে উপাদান ব্যবহার করা হয়, তা হল এই কেশর।

চন্দন পাউডারের সঙ্গে কেশরের ২-৩টুকরো ও ২  চা চামম মিশিয়ে একটি ফেসমাস্ক তৈরি করুন।

সপ্তাহের ২ বার ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও কোমল।

৩-৪টে কেশরের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে একটি ফেসমাস্ক তৈরি করুন। সারারাত রেখে গিলে ফল পাবেন ভাল।

ট্যান দূর করতে ও তারুণ্য বজায় রাখতে এক টেবিল স্পুন মধুর সঙ্গে ২-৩টে কেশর মিশিয়ে মুখে ম্যাসাজ করুন।