আধার কার্ড এখন প্রত্যেক ভারতীয়ের জন্য অত্যন্ত জরুরি একটা ডকুমেন্ট।

বাড়ি কেনা থেকে বাড়ি ভাড়া নেওয়া ইস্তক, সবক্ষেত্রে অপরিহার্য আধার কার্ড।

সেই জরুরি ডকুমেন্ট অর্থাৎ আধার আপডেট করাটাও অত্যন্ত জরুরি।

আপনার আধার কার্ডের বয়স যদি 10 বছরেরও বেশি হয়, তাহলে তা বাতিল হতে পারে।

UIDAI জানিয়েছে, আধার কার্ড এখন ফ্রি-তেই আপডেট করে নিতে পারবেন দেশের নাগরিকরা।

তবে, তা সবসময়ের জন্য নয়। 14 জুন পর্যন্ত আধার সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করা যাবে।

তারপর থেকে আধার আপডেটের জন্য দেশের নাগরিকদের অন্তত 50 টাকা খরচ করতে হবে।

ফ্রি-তে আধার আপডেটের এই কাজটি আপনি কেবল অনলাইনেই করতে পারবেন।