সোনালি বেন্দ্রে ৯০-এর দশকের অন্যতম সুন্দরী নায়িকা।
দুরারোগ্য ক্যান্সারকে জয় করে তিনি আবার ফিরেছেন কাজের জগতে।
দ্য ব্রোকেন নিউজ-ওয়েব লিরিজ দিয়ে তিনি ওটিটি ডেবিউ করলেন।
১০ জুন মুক্তি পেয়েছে এই সিরিজ। সোনালির মত, ওটিটি তাঁর সময়ের নায়িকাদের ভাল কাজের সুযোগ করে দিচ্ছে।
তাঁর নায়করা আজও হিরো, বলিউডে চল্লিশোর্দ্ধো নায়িকাদের জন্য ভাল চরিত্রে নেই। ওটিটি সেই খামতি পূরণ করছে।