জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে নক্ষত্রের জন্ম হয়, সেই নক্ষত্রের সঙ্গেই গাছপালা বা ভেষজ ব্যবহার পরিহার করা উচিত।
সেই অনুযায়ী যাঁরা ফাল্গুনি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের শুক্রবার পলাশ গাছের ক্ষতি করা একেবারেই উচিত নয়।
এই দিনে পলাশ কাঠ, ফুল বা পলাশের কোনও জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকুন।
বাস্তু মতে, পলাশ ফুলের অনেক উপকারিতা রয়েছে। বাড়িতে যদি এই ফুলের গাছ লাগান, তাহলে ধনসম্পদ বৃদ্ধি পাবে।
সাদা কাপড়ের মধ্যে বেধে আলমারি বা লকারের মধ্যে রেখে দিলেও প্রচুর ধনসম্পত্তির মালিক হওয়া সম্ভব।
হিন্দু শাস্ত্র মতে, পরিবারে সুখ আনতে পারে এই অলৌকিক গাছ। কারণ এই গাছে তিন দেবতার অবস্থান হয়।
ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই তিন দেবতা পলাশ ফুলের গাছে বাস করেন। তাই বস্তুমতে এই গাছের গুরুত্ব অনেক।