সময়টা মোটেই ভাল যাচ্ছে না অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির প্রথমে ব্যাক্তিগত জীবন ও পড়ে এক বিজ্ঞাপন নিয়ে বিতর্কে  জড়ান তিনি

গত মাসেই এক ঠাণ্ডা পানীয়র বিজ্ঞাপনের জন্যও ঝামেলায় জড়ান অভিনেতা

তাঁর নামে কলকাতা পুলিশে মামলা পর্যন্ত রুজু হয় বাঙালির ভাবাবেগে আঘাত করার অভিযোগে

নওয়াজের কাছে এই ব্যাপারে প্রশ্ন করা হলে, অভিনেতার সপাট জবাব- ‘সংস্থার তরফে ক্ষমা চাওয়া হয়েছে তাই তো? আমি আর কী বলব!’ 

অভিনেতা বলেন, ‘কোনও ব্যক্তি বা জাতি যাতে আঘাত না পায় সেটা নিশ্চিত করাটা জরুরি। ওটা একটা ডাবিং বিজ্ঞাপন ছিল, আমি ওই সংলাপ বলিনি। তবে আমি খুশি যে নির্মাতারা নিজেদের ভুল বুঝে ক্ষমা চেয়ে নিয়েছে

কলকাতা হাইকোর্টের আইনজীবী দিব্যায়ান বন্দ্যোপাধ্যায় গত মাসেই পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও ওই কোম্পানির  সিইও-এর বিরুদ্ধে

সেই বিজ্ঞাপনে নওয়াজকে (অভিনেতা ডাবিং করেননি) বলতে শোনা গিয়েছিল ‘সোজা আঙুলে ঘি না উঠলে, বাঙালি খালি পেটে ঘুমিয়ে পড়ে