টেলিভিশনের পর্দায় দেবশ্রীকে ‘সর্বজয়া’ রূপে দেখছেন দর্শক।
সেই ধারাবাহিকে আসছে নতুন মোড়
নিজের সিঁথির সিঁদুর কী ভাবে রক্ষা করবেন সর্বজয়া?
চিত্রনাট্য অনুযায়ী রাসযাত্রার আয়োজন করেছেন সর্বজয়া। আর সেখানেই হবে বিপত্তি।
১০ বছর পরে ক্যামেরার সামনে দেবশ্রী। তাঁর পারফরম্যান্স আগের মতোই পছন্দ করছেন দর্শক।