শ্রদ্ধা কাপুর- বি-টাউনের খবর শ্রদ্ধার কাছে পৌঁছেছিল অফার, কিন্তু তিনি ব্যস্ত থাকায় ছবিটি করতে রাজি হননি।

পরিণীতি চোপড়া- অফার নাকি পৌঁছেছিল পরিণীতি চোপড়ার কাছেও, তবে কেন তিনি চরিত্রটি করলেন না তা জানা যায়নি

অ্যামি জ্যাকসন- এও শোনা যায় অফার গিয়েছি তাঁর কাছেও। কিন্তু অ্যামি অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তিনি অভিনয় করতে পারেননি

ডেজি এডগার জোনাস- শোনা যায় এই ব্রিটিশ অভিনেত্রীও নাকি ওই মেগাবাজেট ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন। তবে তিনি নাকি ফিরিয়ে দেন

তবে আলিয়া ফিরিয়ে দেননি। ব্যস্ত শিডিউলের মাঝেও সময় বের করেছিলেন। ছবিতে তিনি রয়েছে বড়জোর কুড়ি মিনিট। কিন্তু তাঁর কাজ প্রশংসিত হচ্ছে সব মহলে