ঝকঝরে সাদা দাঁত কে না পছন্দ করেন

তবে অনেকরই দাঁতে ছোপ, কিনবা হলুদ ভাবের সমস্য়া দেখা দেয়

জানেন কি ফলের গুণে ঝকঝকে দাঁত পাওয়া সম্ভব?

আপেলে উপস্থিত ম্যালিক অ্যাসিড দাঁত ঝকঝকে সাদা করে

 স্ট্রবেরিতে আছে প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড। যা দাঁতের সাদা রঙ ফিরিয়ে আনতে সাহায্য করে

 ফাইবার  ও ভিটামিন বি৬ সমৃদ্ধ কলা দাঁতের শুভ্রতা ফেরায়

কলার খোসা না ফেলে দিয়ে তা দিয়ে দাঁত ঘসে নিন। চকচক করবে দাঁত