মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিলেত ভ্রমণ!
বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু বাজেটের মধ্যে যাবেন কোথায়? শুধু থাকতে হবে ভারতীয় পাসপোর্টটি।
বিশ্বের অন্যতম সস্তায় বিদেশ ভ্রমণের জন্য ইন্দোনেশিয়া হল পারফেক্ট। ভিসার সুযোগ ছাড়াও ভারতীয়রা এখানে বাজেটের মধ্যই হোটেল ও খাবারের জন্য খরচ করতে পারবেন।
অত্যন্ত কম ভাড়ায় কম্বোডিয়ায় হোটেল ও হোস্টেল পেয়ে যাবেন। এছাড়া তো প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যে রয়েছেই।
থাইল্যান্ড এখন অনেক ভারতীয়দের দ্বিতীয় ঘর। ঘরোয়া ও সস্তায় সুন্দর ভ্রমণের জন্য দারুণ জায়গা।
ক্য়ারিবিয়ান দ্বীপপুঞ্জে অন্যতম বাজেটবন্ধু আইল্যান্ড হল জামাইকা। স্ট্রিট ফুড, সমুদ্র সৈকতের ধারের রেস্তোরাঁয় সিফুডের স্বাদ অবর্ণনীয়।
সেন্ট লুসিয়ায় দারুণ স্বাদের খাবার ও ভাল লোকেশনে হোটেলে থাকতে পারবেন। সমু্দ্র যদি নেশা হয়, তাহলে যেতে পারেন এখানে।
কাঠমান্ডুতে খাবার খরচ ও হোটেল ভাড়া পাবেন বাজেটের মধ্যেই। এছাড়া স্থানীয় দর্শনীয় স্থানগুলি আপনাকে মুগ্ধ করবে।
খাবার ও ভ্রমণের জন্য তানজানিয়া আপনার খরচ পড়বে খুবই কম। সঙ্গে রোমাহর্ষক জঙ্গল সাফারি তো মাস্ট।