শেহনাজ গিল মানেই খবর। কখনও তিনি নিজেই দেন, কখনও তাঁর কাজকর্ম  তাঁকে খবরের শিরোনামে নিয়ে আসে।

সলমন খানের হাত ধরে বলিউডে ডেবিউ।  অর্পিতার ঈদের পার্টিতে সলমনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বি-টাউনে যথেষ্ট কথা হয়েছে।

'কভি ঈদ কভি দিওয়ালি' ছবিতে তিনি গায়ক-অভিনেতা জসসি গিলের বিপরীতে অভিনয় করছেন।

সিদ্ধার্থ শুল্কার আকস্মিক মৃত্যুর পর তিনি ভেঙে পড়েন। তবে নিজেকে সামলে আবার কাজের জগতে ফিরেছেন।

সলমনের পর এবার আমেরিকা চললেন সঞ্জয় দত্তের সঙ্গে। এই খবর নিজেই জানিয়েছেন। এর বেশি অবশ্য আর কিছুই তিনি জানাননি।