1 জুলাই থেকে ভারতে AC-র এনার্জি রেটিং নিয়ম অনেকটাই বদলে যেতে চলেছে।
কেন্দ্রের ব্যুরো অফ এনার্জিং এফিসিয়েন্সির (BEE) তরফ থেকে নতুন নিয়ম নিয়ে আসা হচ্ছে।
আর সেই নতুন নিয়মে থাকছে 5 স্টার এসির ক্ষেত্রে উচ্চ শক্তি দক্ষতার নির্দেশিকা।
নতুন স্টার রেটিং যখন থেকে লাগু হবে অর্থাৎ 1 জুলাই থেকে, তখন পুরাতন এসিগুলির এনার্জি রেটিং 1 স্টার করে কমে যাবে।
উইন্ডো এবং স্প্লিট – দুই ধরনের এসির ক্ষেত্রে স্টার রেটিংয়ে সামান্য পরিবর্তন থাকবে।
আর এই রেটিংয়ে তারতম্যের ফলে AC-র দামও বাড়বে।
নতুন রেটিংয়ের ফলে প্রোডাকশনের খরচা যেহেতু বাড়বে, সেহেতু এসির দামও বাড়তে চলেছে 7-10% পর্যন্ত।