Airtel Payments Bank পরিষেবার মাধ্যমে রিচার্জ করলে ক্যাশব্যাক পাবেন ইউজ়াররা।
কিছু Prepaid প্ল্যানের উপর 20 টাকা এবং কয়েকটি ক্ষেত্রে 10 টাকা ক্যাশব্যাকের সুবিধা রয়েছে।
265 টাকা, 299 টাকা, 719 টাকা বা 839 টাকার প্ল্যান রিচার্জ করলে 30 টাকা ক্যাশব্যাক মিলবে।
একইভাবে, 179 টাকার প্ল্যান রিচার্জের ক্ষেত্রে 20 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
149 টাকার প্ল্যানটি রিচার্জ করলেও গ্রাহকরা 10 টাকা ক্যাশব্যাক পাবেন বলে দাবি Airtel-র।
তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে, সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
ক্যাশব্যাক ইউজ়ারদের পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে, পরবর্তীতে যা খরচ করতে পারবেন।