2023 অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে গ্রাহক প্রতি গড় আয়ের (ARPU) দিক থেকে শীর্ষে Airtel।

দ্বিতীয় স্থানে রয়েছে Jio, তবে এই দুই সংস্থার তুলনায় বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে Vi।

Airtel-র ARPU ছিল 193 টাকা, Vi এবং Jio-র ARPU যথাক্রমে 135 টাকা ও 178.2 টাকা।

বিশেষজ্ঞরা মনে করছেন যে, খুব শীঘ্রই Airtel এই অঙ্কটিকে 250 টাকার আশেপাশে নিয়ে যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, Airtel ইতিমধ্যেই ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানো শুরু করেছে।

সম্প্রতি দেশের 17টি সার্কেলে সংস্থাটি তাদের সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ প্ল্যানটি বন্ধ করে দিয়েছে।

মাসে গ্রাহক প্রতি গড় আয় বাড়িয়ে আগামীতে প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম বাড়তে পারে Airtel।