এয়ারটেলে ৩৯৯ এবং ৮৩৯ টাকার দুটো নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান চালু হয়েছে।
এয়ারটেলের এই দুই প্ল্যানে তিনমাসের জন্য ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।
এই দুই রিচার্জ প্ল্যানের মেয়াদ যথাক্রমে ২৮ দিন এবং ৮৪ দিন।
এই দুই প্রিপেড রিচার্জ প্ল্যানেই রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং সাপোর্ট এবং দৈনিক ১০০ ফ্রি এসএমএসের সুবিধা।
জিওর প্ল্যানের সঙ্গে এয়ারটেলের এই দুই প্ল্যানের জোরদার প্রতিযোগিতা হবে বলে মনে করা হচ্ছে।