১৫ বছরের বিবাহিত জীবনে ঐশ্বর্যা-অভিষেকের এথনিক আউটফিট বলিউডের অন্যতম সেরা ফ্যাশন স্টেটমেন্ট।
ম্যাচিং আইভরি এথনিক আউটফিটে অভি ও অ্যাশ।
কালো শেরওয়ানি ও লাল লেহেঙ্গা চোলির কনট্রাস্টে উজ্জ্বল এই মেগা তারকা দম্পতি।
হলুদ রঙের পাঞ্চাবি ও হালকা গোলাপী গাউনে তারকা যুগল যে সেরা দম্পতি, তা বলার অপেক্ষা রাখে না।
বিদেশের মাটিতেও শিকড়ের টানে ঐশ্বর্যা। কালো ব্লেজারে হ্যান্ডসাম বচ্চন-পুত্র।
সদ্য যাঁরা বিয়ে করেছেন, তাঁরা এই তারকা যুদলের আউটফিট ফলো করতে পারেন।