প্রথম পর্দায় রণবীর কাপুরের সঙ্গে অভিনয়
শুটিং সেটেই প্রেমে পড়া, ফলে প্রতিটা ক্ষেত্রেই ছিল স্পেশাল
তবে বাস্তবের প্রেমে যা হয় না তাই হয়েছিল ছবিতে
বাস্তবে প্রেম করলে গান করা, মিউজিক এগুলো থাকে না
পর্দার প্রেমে সেই অনুভুতিটা থাকে
আর তাঁর ক্ষেত্রে সেই সমীকরণটাই ছিল রিয়েল
ফলে প্রতিটা গান মিউজিকের অংশ বেশ প্রিয় আলিয়ার