গোলাপী লেহেঙ্গায় রাজন্যার বেশে আলিয়াগোলাপী রঙের লেহেঙ্গায় মন জিতলেন আলিয়া।গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির সাফল্যের পর অন্য রূপে ধরা দিলেন আলিয়া ভাট।পিচ রঙের লেহেঙ্গা সেটটিতে আলিয়াকে মডার্ন রাজকন্যার মত লেগেছে।মেকআপেও রয়েছে গ্ল্যামারাস লুক।চুড়িদার সেটেও বেশ আকর্ষণীয় লেগেছে গাঙ্গুবাইকে।