‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারে প্রথমবার ফটোগ্রাফারদের মুখোমুখি আলিয়া-রণবীর।
অন্তঃসত্ত্বা হওয়ার খবর আলিয়া-রণবীর ভাগ করেন সোশ্যাল মিডিয়াতে যখন, আলিয়া সেই ছিলেন হলিউডে। ‘হার্ট অফ স্টোন’ ছবির কাজে।
ছবির ফ্লোর থেকে আলিয়ার বেবি বাম্পের ছবি ফাঁস হয়েছিল।
কিন্তু এবার নিজেরাই সামনে এলেন রালিয়া। তাঁদের জীবনের খুশির আগমনের বার্তা নিয়ে।
শুধু পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা দিলেন আলিয়া তা নয়, তিনি এই পোশাকে করিয়েছেন ফটোশুটও।
সেই ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতেও।
বেবি বাম্প নিয়ে ছবি তোলা আজকে নতুন কিছু নয়। তবে আলিয়া একেবারে প্রাথমিক অবস্থা থেকেই ভক্তদের সঙ্গে ভাগ করতে চাইছেন তাঁর আনন্দের খবর।