আবারও বিয়ের ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট
তবে এবার পোশাকের থেকে নজর কেড়েছে তাঁর হাতের আংটিটি
যা তিনি পেয়েছেন স্বামী রণবীর কাপুরের কাছ থেকে
দেখে মনে হতেই পারে, এ হিরে নয়, ঠিক যেন আকাশ থেকে খসে পড়া কোনও নক্ষত্র
গোটা ছবি জুড়ে নজর কেড়েছে বহুমূল্য ওইউ হিরের আংটিটি