মা হতে চলেছেন আলিয়া ভাট
এ খবর আর কারও কাছে অজানা নয়
তবে এই প্রেগন্যান্সি পর্যায়েও কাজ থামাননি তিনি
চলছে ছবির প্রোমোশন থেকে শুরু করে যাবতীয় কাজ
কিছু দিন আগেই হলিউড থেকেও কাজ সেরে ফিরে এসেছেন তিনি
এর মধ্যেই তাঁর প্রেগন্যান্সি লুক একেবারে চর্চায়
ইতিমধ্যেই তাঁকে দেখে নেটিজেন বলছে, 'কিউট মমি'