Qualcomm অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য স্ন্যাপড্রাগন স্যাটেলাইট প্রযুক্তি দেবে বলে জানিয়েছে।

এটির সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনে ভবিষ্যতে Two-way মেসেজিং সাপোর্ট মিলবে।

2023 সালে দামী অ্যান্ড্রয়েড ফোনগুলিতে স্যাটেলাইট দ্বারা যোগাযোগ করা যাবে।

2023 সালে দামী অ্যান্ড্রয়েড ফোনগুলিতে স্যাটেলাইট দ্বারা যোগাযোগ করা যাবে।

স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেট থাকা ফোনগুলিতে এই নয়া প্রযুক্তি থাকবে।

Qualcomm দাবি করেছে, 2023-র দ্বিতীয়ার্ধে আসা ফোনগুলিতে এই ফিচার মিলবে।

Samsung তাদের আসন্ন Galaxy S23 সিরিজে এই প্রযুক্তির সুবিধা দেবে।