মোস্ট স্টাইলিশ কনে ও বরের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মেহেন্দি অনুষ্ঠানেও ছিল নজরকাড়া লুক।

রূপকথার মত স্টাইলিশ সাদা গাউন ও ডায়মন্ড রিং, কানের দুল পরে ক্রিস্টান ওয়েডিংয়ে উপস্থিত হয়েছিলেন বিনি।

রূপকথার মত স্টাইলিশ সাদা গাউন ও ডায়মন্ড রিং, কানের দুল পরে ক্রিস্টান ওয়েডিংয়ে উপস্থিত হয়েছিলেন বিনি।

করোনা লকডাউনের মধ্যে সেরে নিয়েছিলেন এনগেজমেন্ট। এবার ছিল বিয়ের পিঁড়িতে বসা।

দক্ষিণ ভারতীয় বিয়ে অনুযায়ী সম্পন্ন হয়েছে অস্ট্রেলিয় ক্রিকেটারের বিয়ে।

শেরওয়ানি ও লেহেঙ্গা চোলির সেটে উভয়কেই রূপকথার রাজ-রাণী লেগেছে।