অসময়ে চলে গেলেন ইরফান খান। তিনি ছোট্ট একটি গ্রামের ছেলে। অভিনেতা হওয়ার কথা যাঁরা ভাবতেই পারেন না।
সিনেমা পরিবারে ছেলে হলেও আমির খানের বাড়ি থেকে তাঁকে ইঞ্জিনিয়ারিং করতে বলে। কিন্তু তিনি অভিনয় জগতকেই বেছে নেন।
আয়ুষ্মান খুরানার পরিবার থেকেও আপত্তি ছিল এই পেশায় আসা নিয়ে। কিন্তু তিনি পরিবারের বিরুদ্ধে গিয়ে মুম্বই চলে আসেন।
কঙ্গনা রানাওয়াতের বাবা চাইতেন তিনি ডাক্তার হন। কিন্তু পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন।
পঙ্কজ ত্রিপাঠীর পরিবারও চায়নি তিনি মুম্বই আসুন।
হিনা খানের পরিবার প্রথমে রাজি ছিলেন না তাঁর অভিনয় পেশা নিয়ে। তবে পরে বাবা তাঁকে সমর্থন করেন।
সুরভিন চাওলার পরিবারও মেনে নেয়নি তাঁর এই পেশাকে বেছে নেওয়া।
শ্রুতি শর্মা পরিবারের বিরুদ্ধে গিয়ে অভিনয় জগতকে বেছে নিয়েছেন।