উজ্জ্বল ত্বকের রহস্য...উজ্জ্বল ত্বক পেতে চন্দন ও বাদামের এই ফেসপ্যাক দারুণ কার্যকরী।২ চামচ চন্দন বাটার সঙ্গে ২ চামচ বাদাম বাটা মিশিয়ে নিন।এতে ৩ চামচ নারকেল যোগ করুন।এবার এটা সারা মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন।এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতেই মিলবে ফল।