গরমে ত্বকে তেলতেলে ভাব বাড়ে। তার সঙ্গে দেখা দেয় ব্রণর সমস্যা।
যদি ব্রণপ্রবণ ত্বক হয়, সেক্ষেত্রে গরমে আরও ত্বকের সমস্যা বাড়ে।
সপ্তাহে একদিন যদি ফেস স্ক্রাব ব্যবহার করেন, তাহলে উপকার মিলতে পারে।
তৈলাক্ত ত্বকের জন্য সহায়ক গ্রিন টি ও অ্যালোভেরা।
গরম জলে গ্রিন টি ব্যাগ ডুবিয়ে চা বানিয়ে নিন। চা ঠান্ডা করে নেবেন।
এবার ১ চামচ চায়ের মধ্যে ২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে দিন।
আর শেষে এতে ২ চামচ ওটসের গুঁড়ো মিশিয়ে বানিয়ে ফেলুন ফেস স্ক্রাব।
ফেস স্ক্রাব ত্বকের উপর সার্কুলার মোশনে ঘনুষ। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
সপ্তাহে দু'বার আপনি এই ফেস স্ক্রাব ব্যবহার করে মুখ থেকে সমস্ত ময়লা দূর করতে পারেন।