গরমে-দূষণে চুলের দফারফা। শ্যাম্পু করলেও এড়ানো যাচ্ছে না রুক্ষ্মতা

অতিরিক্ত ঘামের কারণে চুল আগের তুলনায় বেশি পড়ছে

সেই সঙ্গে চিরুনি দিয়ে আঁচড়ালেও অনেক চুল উঠে আসছে

গরমে চুলের জেল্লা ফেরাতে খুবই ভাল কাজ করে অ্যালোভেরা-হেনার প্যাক

কফি পাউডারের সঙ্গে মেথি, আমলা পাউডার আর টকদই দিয়ে হেনা ভিজিয়ে রাখুন

পরদিন ওর সঙ্গে মধু, লেবুর রস আর অ্যালোভেরা জেল মিশিয়ে নিন

এবার তা চুলে লাগিয়ে রেখে দিন অন্তত দু ঘণ্টা

এরপর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ভাল করে ধুয়ে নিতে হবে

এরপর চুলে অ্যালোভেরা-মধু কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে নিলেই ফেটে পড়বে জেল্লা