সুগন্ধী যাঁদের প্রিয় তাঁদের ব্যাগে আর কিছু থাক বা না থাক সুগন্ধী থাকবেই
প্রসাধনী হিসেবে ডিয়োডোরেন্টের জুড়ি মেলা ভার
ডিয়োডোরেন্টে নানা ধরনের রাসায়নিক উপাদান থাকে
যাঁদের ত্বক খুব বেশি স্পর্শকাতর, তাঁদের ডিয়োডোরেন্ট ব্যবহারে ত্বকে নানা ধরনের চুলকানি বা অস্বস্তি হয়
এই কারণে অনেকেই বাজারচলতি ডিয়োডোরেন্ট ব্যবহার করতে চান না
বিকল্প কিছুর খোঁজ করেন। তাই রোজ ভাল শাওয়ার জেল মেখে স্নান করতে হবে
স্নানের শেষে এক মগ জলে দেড় চা-চামচ কর্পূর মিশিয়ে গায়ে ঢেলে নিতে পারেন, দূর হবে গন্ধ