১৯৭১ সালে দিল্লির ইন্ডিয়া গেটে শহিদ সেনাদের স্মরণে অমর জওয়ান জ্যোতি শিখা প্রজ্জ্বলিত করা হয়। তারপর থেকে আজও জ্বলছে এই শিখা।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মবলিদান দেওয়া ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অমর জওয়ান জ্যোতি প্রতিষ্ঠিত করেন তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অমর জওয়ান জ্যোতি শিখা সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়। যা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
অমর জওয়ান জ্যোতি শিখার বদলে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানো হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়।
দেশজুড়ে সমালোচনা শুরু হওয়ার পর কেন্দ্র জানায়, অমর জওয়ান জ্যোতি শিখা নেভানো হবে না। কেবল জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ -এর শিখার সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে।
নরেন্দ্র মোদী সরকারের উদ্যোগেই জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের শিখার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়।
২০২২-এর ২৬ জানুয়ারি জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের সঙ্গে অমর জ্যোতি মিলিয়ে দেওয়া হয়।
অমর জ্যোতির উদ্দেশ্য ছিল ৭১-এর যুদ্ধে শহিদ জওয়ানদের প্রতি সম্মান জ্ঞাপন। তাই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে অমর জওয়ান জ্যোতিকে স্থানান্তরিত করা হচ্ছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়।