সারা বিশ্ব থেকে মানুষ ঋষিকেশের নির্জন পরিবেশের মধ্যে মানসিক শান্তির খোঁজে আসেন।
যেহেতু এটি দেশের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান তাই ঋষিকেশে অ্যালকোহল ও আমিষ ভোজন খুঁজলেও পাবেন না
বিশ্বের যোগার রাজধানী নামে পরিচিত ঋষিকেশ। প্রকৃতির কোলে ধ্যান ও যোগব্যায়াম করার জন্য রয়েছে এখানে আশ্রমও।
রিভার র্যাফটিং, ক্যাম্পিং, ট্রেকিং, প্যারাগ্লাইডিং এবং বাঞ্জি জাম্পিংয়ের মতো অসংখ্য আকর্ষণীয় অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে ঋষিকেশে
উত্তরাখণ্ডের চারধাম যাত্রার প্রবেশদ্বার হিসেবে কাজ করে এই ঋষিকেশ