অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল শুরু হয়ে গিয়েছে। স্মার্টফোন ছাড়া আর কোন ডিভাইসে ছাড় রয়েছে দেখে নিন।
অ্যামাজন Kindle 10th Gen- অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে অ্যামাজনের এই নিজস্ব প্রোডাক্ট পাওয়া যাচ্ছে ৬৭৯৯ টাকায়।
অ্যামাজন ফায়ার টিভি স্টিক ৪কে- অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে এই ডিভাইস পাওয়া যাচ্ছে ৩৪৯৯ টাকায়।
রেডমি ৫০ ইঞ্চি ৪কে আলট্রা এইচডি অ্যানড্রয়েড স্মার্ট এলইডি টিভি- অ্যামাজনের সেলে দাম ৩০,০০১ টাকা।
স্যামসাং The Serif সিরিজ ৫৫ ইঞ্চির QLED TV- এই টিভির আসল দামের উপর ১০ হাজার টাকা ছাড় রয়েছে।