১৪ ডিসেম্বর মঙ্গলবার থেকে ভারতে অ্যামাজন প্রাইম মেম্বারশিপের খরচ বাড়ছে প্রায় ৫০ শতাংশ।
একমাস, তিনমাস এবং একবছর--- তিনটি মেম্বারশিপ প্ল্যানেরই খরচ বাড়ছে।
অ্যামাজন প্রাইম ভিডিয়োর বার্ষিক মেম্বারশিপ প্ল্যানের খরচ ৯৯৯ টাকা থেকে বেড়ে হতে চলেছে ১৪৯৯ টাকা।
তিনমাসের মেম্বারশিপ প্ল্যানের খরচ হবে ৪৫৯ টাকা। আগের তুলনায় ১৩০ টাকা বাড়বে।
একমাসের মেম্বারশিপ প্ল্যানের খরচ ১২৯ টাকা থেকে বেড়ে হবে ১৭৯ টাকা।