১৩ ডিসেম্বর থেকে বাড়ছে অ্যামাজন প্রাইম মেম্বারশিপের খরচ।
মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক— তিন ধরনের প্ল্যানের ক্ষেত্রেই খরচ বাড়বে।
অন্যদিকে অ্যামাজন প্রাইমের একমাসের খরচ এখন ১২৯ টাকা। এই মেম্বারশিপ প্ল্যানের খরচ বেড়ে হবে ১৭৯ টাকা।
অ্যামাজন প্রাইমের তিনমাসের প্ল্যানের খরচ ৩২৯ টাকা থেকে বেড়ে হবে ৪৫৯ টাকা।
অ্যামাজন প্রাইম ভিডিয়োর অ্যানুয়াল প্ল্যানের খরচ ৯৯৯ থেকে ৫০০ টাকা বেড়ে হবে ১৪৯৯ টাকা।