‘লাইগার’ ছবির অভিনেত্রী অনন্যা পাণ্ডে তাঁর হট বিকিনি লুকে করছেন মুগ্ধ ভক্তদের।

শুধু বিকিনি লুকের জন্যই নন, আরও অনেক কিছুর জন্যই নেটিজ়েনরা তাঁকে নিয়ে নানা মন্তব্য করেন।

তবে তিনি অতিরিক্তি রোগা বলে বডি শেমিংয়েরও হন শিকার।

‘লাইগার’ ছবি মুক্তির অপেক্ষায় অনন্যা পাণ্ডের। ছবির প্রচারে তাঁর পোশাক চয়ন নিয়ে হচ্ছেন ট্রোলড।

কিন্তু এই সব কিছুকে পাত্তা দেন না বিজয় দেবেকাকোন্ডার প্রথম বলিউড ছবির নায়িকা।

এর আগে ‘গেহরাইয়াঁ’ ছবির প্রচারেও তাঁকে হতে হয়েছে ট্রোলের স্বীকার।

‘গেহরাইয়াঁ’ ছবিতে তাঁর বোল্ড লুক প্রশংসিত আর সমালোচিত দুই হয়।