অনন্যা পাণ্ডে এবং বিজয় দেবেরাকোন্ডা কফি উইথ করণ শোতে এসে একের পর এক বোমা ফাঁটিয়েছেন।
'লাইগার' ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুইজনে। শুটিংয়ের সময় বন্ধত্বপূর্ণ ডেট করেছেন তাঁরা। এই তথ্য নিজেই স্বীকার করেছেন অনন্যা।
আবার অনন্যা বলেছেন বিজয় আর রশ্মিকার সম্পর্ক নিয়েও।
বিজয়-রশ্মিকা সম্পর্কে এই নিয়ে কথা জল্পনা রয়েছে। তবে তাঁরা ভাল বন্ধু বলে বিষয়টিকে এড়িয়ে যান।
অনন্যা বলেছেন শোতে, বিজয় 'মিকা'র সঙ্গে দেখা করার খুব 'রাশ' (তাড়াহুড়ো) রয়েছে।
'মিকা' এবং 'রাশ' বলতে অনন্যা কী ইঙ্গিত করতে চেয়েছেন, তা সকলেই আন্দাজ করতে পেরেছেন।
কফি উইথ করণ-এই আবার সারা জানিয়েছেন তাঁর নতুন পছন্দের নাম বিজয়। দুইজনকে একসঙ্গে দেখাও গিয়েছে।