এতদিন সবাই তাঁকে দেখে এসেছে ছোট পর্দায়
তিনি দর্শকের হৃদয়ে পৌঁছে গিয়েছেন ঊর্মি হয়ে
এবার সেই ঊর্মি ওরফে অন্বেষা পেলেন বড় ব্রেক
তাঁকে দেখা যাবে বড় পর্দায়
মৈনাক ভৌমিকের 'চিনি ২'তে থাকবেন তিনি
ছবিতে রয়েছেন মধুমিতা সরকারও
যদিও তাঁর কী চরিত্র সেই সাসপেন্স জিইয়ে রেখেছেন নায়িকা