মেদ ঝরাতে গ্রিন টিতে চুমুক দেন? এতে কমবে আপনার ত্বকের বয়সও।

অ্যান্টি-এজিং উপাদান রয়েছে গ্রিন টিয়ের মধ্যে। অর্থাৎ এক কাপ চায়ে ত্বক থাকবে জেল্লাদার।

সাধারণ গ্রিন টি টোনার হিসেবে ব্যবহার করা হয়। চাইলে এর ফেসপ্যাকও ট্রাই করতে পারেন।

যদি ফেসপ্যাক তৈরির জন্যও আপনাকে প্রথমে গ্রিন টি বানিয়ে নিতে হবে।

এক চামচ বেসন আর এক চিমটে হলুদ নিন। এতে গ্রিন টি মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন।

এবার এই মিশ্রণটি মুখে, ঘাড়ে ও গলায় ভাল করে লাগিয়ে নিন। মিনিট পনেরো পর মুখ ধুয়ে ফেলুন।

এই ফেসপ্যাল ত্বকের প্রদাহ কমাবে। পাশাপাশি ত্বকের লাবণ্য ধরে রাখতে সাহায্য করবে।